× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবকদের ‘হানি ট্র্যাপে’ ফেলে মুক্তিপণ নিতেন তারা!

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:০৮ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১৯:১৪ পিএম

 যুবকদের ‘হানি ট্র্যাপে’ ফেলে মুক্তিপণ নিতেন তারা!

যশোরে নারীসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৬ সদস্যকে আটক করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ সময় মুক্তিপণের দাবিতে আটকে রাখা এক ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে। এর আগে রবিবার (২৬ জানুয়ারি) রাতে শহরের খালধার রোড এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

আটকরা হলো, যশোর উপশহর বি ব্লক এলাকার আব্দুল মজিদের ছেলে ফাহিম হোসেন, বাহাদুরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান রাব্বী, মধুগ্রামের হারুন উর রশিদের ছেলে মারুফ হোসেন, শংকরপুর টার্মিনাল এলাকার শুকুর আলীর ছেলে ছাব্বির হোসেন, বেজপাড়ার মৃত মতিয়ারের ছেলে শাহরিয়ার হোসেন ওরফে রোহান ও এক নারী।

ডিবি পুলিশ জানায়, ঝিকরগাছার ফুলবাড়ি গ্রামের আশিকুর রহমান এ চক্রের ফাঁদে পড়েন। আশিকুরকে তারা অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে আশিকুরের মা সালমা বেগম এ বিষয়ে ঝিকরগাছা থানায় অভিযোগ দেন। বিষয়টি পুলিশ সুপারের নির্দেশে তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে। পরে ডিবির উপ-পরিদর্শক (এসআই) আল মামুনের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তি সহযোগিতায় প্রথমে বিপুলের অবস্থান শনাক্ত করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে শহরের খালধার রোড আমিনিয়া মাদরাসা এলাকা থেকে আসামি ফাহিমকে আটক ও আশিকুরকে উদ্ধার করেন তারা।

জিজ্ঞাসাবাদে তারা ‘ফাঁদ পেতে মুক্তিপণ’ আদায়ের বিষয়টি স্বীকার করেন। একপর্যায়ে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের আরও পাঁচ সদস্যকে আটক করে ডিবি পুলিশ।

পুলিশ আরও জানায়, ওই নারীর সঙ্গে আশিকুরের পূর্বপরিচয় ছিল। সেই সূত্র ধরে শনিবার দুপুরে আশিকুরকে যশোরে আনা হয়। পরে খালধার রোডের ওই ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে ছিলেন অন্যরা। এরপর তাকে ব্ল্যাকমেইল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এমনকি বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকাও হাতিয়ে নেয় চক্রটি।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভুঞা বলেন, আটককৃতরা ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মেয়েদের দিয়ে উঠতি বয়সী যুবকদের কৌশলে ডেকে এনে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করত। দাবিকৃত টাকা না দিতে পারলে তাদেরকে নির্যাতন করা হতো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা