× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিবহন ধর্মঘট: গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া

পাবনা সংবাদদাতা

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১২:৩৬ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২২ ১২:৫১ পিএম

 ধর্মঘটের প্রভাবে সড়কে কোনো যানবাহন নেই । ছবি : প্রবা

ধর্মঘটের প্রভাবে সড়কে কোনো যানবাহন নেই । ছবি : প্রবা

সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ ও জ্বালানি তেল এবং যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। 

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। 

এ সময় আন্তঃজেলা বা দূরপাল্লার কোনো বাস পাবনা থেকে ছেড়ে যায়নি বা জেলায় প্রবেশ করেনি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে পাবনার ঢালারচর থেকে রাজশাহীর মধ্যে চলাচলকারি একমাত্র ট্রেন চালু রয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকাল পর্যন্ত দূরপাল্লার বাস সব ছেড়ে গেলেও যাত্রীদের নিয়ে আর ফেরেনি। বুধবার (৩০ নভেম্বর) বিকাল থেকেই আন্তঃজেলা চলাচলকারী পরিবহনগুলোও বন্ধ হয়ে যায়।

এদিকে বাস বন্ধ থাকায় কয়েকগুণ বেশি ভাড়ায় যাত্রী পরিবহন করছে রিকশা ও অটোরিকশাগুলো।

জামাল উদ্দিন নামে এক যাত্রী বলেন, ‘বাস টার্মিনালে এসে জানলাম পরিবহন ধর্মঘট। এখন যেকোনো মূল্যে বগুড়া যেতে হবে।’ 

আম্বিয়া খাতুন নামে অপর যাত্রী বলেন, ‘পরিবহন ধর্মঘটের কারণে সড়কজুড়ে অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের ভাড়া নিয়ে নৈরাজ্য শুরু হয়েছে। গন্তব্যে দ্বিগুণ ভাড়া দিয়ে বাধ্য হয়ে যেতে হচ্ছে সবাইকে।’ 

পাবনায় প্রতিদিনই আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে সাড়ে তিন শতাধিক বাস চলাচল করে থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা