দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৮:২৩ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১৮:৩০ পিএম
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করা পুলিশের সেই উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আলোচিত এই হত্যাকাণ্ডের হোতাকে খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট।
রবিবার (২৬ জানুয়ারি) রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে একটি টিম দীঘিনালায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার রাতে এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থানা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে একটি টিম দীঘিনালায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় সঙ্গে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট। সেদিন ঘটনার সময় উপস্থিত থাকলেও চঞ্চল ফায়ার করার বিষয়টি স্বীকার করেননি। তাকে গ্রেপ্তারের পর ঢাকায় নিয়ে যাওয়া হয়।