× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গোপসাগরে ১৫ জেলেকে অপহরণ, অস্ত্রসহ তিন জলদস্যু আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৮:১১ পিএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১৮:৫২ পিএম

আটক তিন জলদস্যু। প্রবা ফটো

আটক তিন জলদস্যু। প্রবা ফটো

বঙ্গোপসাগরে জলদস্যুদের কবলে পড়ে অন্তত ১৫ জেলে অপহৃত হয়েছেন। এ সময় অস্ত্রসহ তিন জলদস্যুকে আটক করেছেন জেলেরা। আটক তিন জলদস্যুকে সোমবার (২৭ জানুয়ারি) ভোরে আলোরকোল কোস্টগার্ড ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

এর আগে রবিবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

আটক জলদস্যুরা হলো, বাগেরহাটের মোংলা উপজেলার আমড়াতলা গ্রামের জাহাঙ্গীর ও মুন্না এবং সাতক্ষীরার শ্যামনগর উপজোর মুন্সিগঞ্জের রবিউল। অপহৃত জেলেদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুবলার আলোরকোল থেকে দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকালে তিনি মুঠোফোনে জানান, রবিবার দিবাগত মধ্যরাতে দুবলার আলোরকোলের জেলেরা সুন্দরবনের মান্দারবাড়িয়ার কাছে বঙ্গোপসাগরে মাছ ধরছিল। এ সময় ১০-১২ জনের স্বশস্ত্র জলদস্যু গ্রুপ ট্রলারে করে এসে জেলেদের ওপর হামলা করে। জেলেরা সঙ্ঘবদ্ধ হয়ে তিন জলদস্যুকে একটি বন্দুকসহ জাপটে ধরে। একজন জলদস্যু সাগরে পড়ে যায়। গ্রুপের অন্য দস্যুরা প্রায় ১৫ জন জেলেকে তাদের ট্রলারে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

আলোরকোল ফরেস্ট টহলফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, সোমবার সকালে আলোরকোল কোস্টগার্ড ক্যাম্পে তিনজন জলদস্যুকে তিনি দেখে এসেছেন।

এ বিষয়ে জানার জন্য আলোরকোল কোস্টগার্ড কন্টিনজেন্টে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরে জানানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা