আমতলী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৭:১২ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ২০:১১ পিএম
বরগুনার আমতলীতে মোবাইলে অ্যাকশন মুভি দেখে এক প্রতিবন্ধী যুবক নিজের পেটে নিজেই ছুরিকাঘাত করেছেন বলে জানিয়েছে তার পরিবার। তাকে উদ্ধার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবন্ধী আবু রায়হান উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত তাজুল ইসলামের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৭ সালে আবু রায়হানের বয়স যখন ৩ বছর তখন মা রেশমা বেগম মারা যান। ওই সময় থেকে আবু রায়হানকে মামা জিহাদ হাওলাদার ও মামী ঝড়না বেগম লালন পালন করে আসছেন। ২০২০ সালে বাবা তাজুল ইসলামও মারা যান। কিন্তু মামা ও মামী মা ও বাবাকে হারানোর কষ্ট বুঝতে দেয়নি।
মামী ঝড়না বেগমের দাবি- বাবা মারা যাওয়ার পর থেকেই আবু রায়হান মোবাইলে আসক্ত হয়। মোবাইল ছাড়া কিছুই বোঝে না। মোবাইলে অ্যাকশন মুভি দেখে সময় কাটায়। অনেক বার বারণ করা সত্ত্বেও শোনেনি।
তিনি জানান, সোমবার সকালের খাবার খেয়ে ঘরে অ্যাকশন মুভি দেখছিল। ওই সময় সে নিজের পেটে নিজেই ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. অমিত তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি দিয়েছেন।
তিনি আরও জানান, আবু রায়হান জন্ম থেকেই প্রতিবন্ধী। কথা বলতে পারেনা ও কানেও শোনে না। গত ১৮ বছর ধরে আমিই লালন পালন করে আসছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, প্রতিবন্ধি আবু রায়হানকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।