ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৫:২৩ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১৫:২৪ পিএম
গ্রেপ্তার যুবলীগ নেতা শাহীন আলম পাটোয়ারি। প্রবা ফটো
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হত্যাচেষ্টা ও নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা শাহীন আলম পাটোয়ারিকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকার সবুজবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খালেদা জিয়ার গাড়ি বহরে হত্যাচেষ্টা
মামলার পলাতক আসামী ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে
র্যাবের একটি দল অভিযান চালিয়ে শাহিন আলমকে গ্রেপ্তার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে
জানা যায়, ইফতেখারুল আলম প্রকাশ শাহীন আলম পাটোয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা
জিয়ার গাড়ি বহরে হামলার মামলার এজাহারভুক্ত পলাতক আসামী। তিনি ছাগলনাইয়া উপজেলা যুবলীগের
ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক। আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে তিনি নিজ এলাকা
ছেড়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
শাহীন ফেনীর ছাগলনাইয়া
উপজেলার খুরশীদ পাটোয়ারী বাড়ির লিয়াকত হোসেন পাটোয়ারীর ছেলে।
ফেনী র্যাবের কোম্পানি
অধিনায়ক সাদেকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার শাহিনকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য
ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’