খুলনা অফিস
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৫:০৪ পিএম
সোমবার খুলনার খালিশপুরে অবস্থিত ইউনিয়নের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করছেন ট্যাংকলরি শ্রমিকরা। প্রবা ফটো
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে খুলনার খালিশপুরে অবস্থিত ইউনিয়নের কার্যালয়ের সামনে শ্রমিকরা অবস্থান নেয় এবং তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখে।
এর আগে রবিবার দুপুরে আলী আজিমকে খুলনা ডিবি পুলিশ গ্রেপ্তার করে এবং খালিশপুর থানায় হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২১ আগস্টের একটি নাশকতা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী অভিযোগ করেছেন যে, এটি একটি ষড়যন্ত্রমূলক মামলা এবং আলী আজিমকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে।
তিনি আরও বলেন, আলী আজিমের মুক্তি না দেওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
আন্দোলনের কারণে পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। এর ফলে খুলনা সহ ১৬টি জেলায় তেল পরিবহন ও সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে শিল্প, পরিবহন ও জনজীবনে তেলের সংকট তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
শ্রমিকরা জানিয়ে দিয়েছে যে, তাদের সাধারণ সম্পাদককে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এর ফলে পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে এবং জ্বালানি সংকট তীব্রতর হওয়ার আশঙ্কা রয়েছে।