× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১২:১৯ পিএম

নিহতদের বাড়িতে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

নিহতদের বাড়িতে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। 

রবিবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী মির্জাপুর সড়কের চৌধুরীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীরা হলেন, উপজেলার দিয়ার কাজিপুর এলাকার ঠান্ডু শেখের ছেলে লাবিব হাসান শান (১৬) এবং একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদমান সাফাত (১৪)। আর আহত সিয়াম (১৪) ওই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা তিনজনই বাসুদেবপুর শ্রী চন্দ্র বিদ্যা নিকেতনের শিক্ষার্থী। সম্পর্কে তারা পরস্পর চাচাতো ভাই বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শান, সিয়াম এবং সাফাত মোটরসাইকেলযোগে নিজ বাড়ি দিয়ার কাজিপুর থেকে চৌধুরীপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে চৌধুরীপাড়া এলাকার কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক বাড়ির পাকা দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শানকে মৃত ঘোষণা করে। এ সময় গুরুতর আহত সিয়াম এবং সাফাতকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাফাত মারা যায়। অন্যদিকে সিয়াম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এদিকে বেলা  সাড়ে ১১টার দিকে নিহত দুইজনের মরদেহের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ওসি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা