× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ২৩:৩৪ পিএম

নিহত দুই মোটরসাইকেল আরোহী। ছবি: সংগৃহীত

নিহত দুই মোটরসাইকেল আরোহী। ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মহানগরের খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এশরার নগর হাউজিংয়ের সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে চঞ্চল সিকদার ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রিপন মাহমুদ।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এস এম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতেরা মোটরসাইকেলে দ্রুতগতিতে রেলগেট অতিক্রম করে সাকাশ্বরের দিকে যাচ্ছিলেন। এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী  একটি ট্রেন ধাক্কা দিলে মোটরসাইকেল দুমড়ে মুছে যায়। এতে দুইজনের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

সহকারী উপপরিদর্শক (এএসআই) এস এম আরিফ বলেন, ‘তারা অরক্ষিত রেলক্রসিংটি অতিক্রমের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। আমরা আসার আগেই তাদের পরিবারের সদস্যরা লাশ নিয়ে যান। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।’

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাদির উজ্জামান বলেন, ‘রেল দুর্ঘটনার খবর পেয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা