রাউজান (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ২৩:০০ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ২৩:০৮ পিএম
জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের রাউজানে জুমার নামাজ পড়তে এসে দুর্বৃত্তের গুলিতে মো. জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আসাদ আলী মাতব্বর পাড়া ও নিরামিষপাড়ার মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।
স্বজনরা জানান, জাহাঙ্গীর আলম চট্টগ্রামের চাক্তাইয়ের প্রসিদ্ধ শূটকি ব্যবসায়ী ছিলেন। তিনি চট্টগ্রাম নগরী থেকে গ্রামের বাড়ির মসজিদে নামাজ আদায় করতে এসেছিলেন। সেখানে হঠাৎ দুই গ্রুপে গোলাগুলি শুরু হলে মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীর আলম ওই এলাকার নিরামিশপাড়ার আবু ছৈয়দ মেম্বারের ছেলে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।