× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরু নিয়ে বিপাকে পুলিশ

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ২২:০৬ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ২২:১২ পিএম

বরগুনার আমতলী থানা প্রাঙ্গণে পুলিশকেই লালনপালন করতে হচ্ছে উদ্ধার করা গরুগুলোকে। ছবি : প্রবা

বরগুনার আমতলী থানা প্রাঙ্গণে পুলিশকেই লালনপালন করতে হচ্ছে উদ্ধার করা গরুগুলোকে। ছবি : প্রবা

অভিযানে উদ্ধার হওয়া চারটি গরু নিয়ে বিপাকে পড়েছে বরগুনার আমতলী থানা পুলিশ। অভিভাবক না পেয়ে দু’মাস ধরে থানার অভ্যন্তরে এগুলোকে লালন-পালন করতে হচ্ছে। প্রকৃত মালিকদের সুনির্দিষ্ট প্রমাণ দিয়ে গরুগুলো নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ। 

জানা গেছে, আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে গরু চুরি বৃদ্ধি পেয়েছে। গরু চোরদের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। গত ১ ডিসেম্বর আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার থেকে চারটি গরুসহ চোর লিটন ঢালিকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে, আমতলী ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার বিভিন্ন এলাকা থেকে আরও ১০টি গরু উদ্ধার করা হয়। এই গরুগুলোর মধ্যে ১০টি আমতলী, তালতলী ও ভান্ডারিয়া উপজেলার অভিভাবকরা শনাক্ত করে নিয়ে গেছেন। 

অবশিষ্ট চারটি গরু প্রায় দু’মাস পেরিয়ে গেলেও কেউ শনাক্ত করতে আসেননি। এতে গরু চারটি নিয়ে বিপাকে পড়েছে আমতলী থানা পুলিশ। অভিভাবক না পেয়ে থানার অভ্যন্তরে সামিয়ানা টানিয়ে গরু চারটি লালনপালন করছেন পুলিশ সদস্যরা। 

আমতলী থানার এসআই মো. আজিজুর রহমান বলেন, ‘চারটি গরুর কোনো মালিক খুঁজে পাচ্ছি না। নিরুপায় হয়ে লালন-পালন করতে হচ্ছে।’ 

ওসি আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘দুই মাস ধরে চারটি গরু কেউ শনাক্ত করে নিতে আসেনি। গরুগুলোকে থানায় বাউন্ডারির মধ্যে সামিয়ানা টানিয়ে লালনপালন করতে হচ্ছে। এখন আদালতের আদেশের অপেক্ষায় আছি। আদেশ পেয়ে তদনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা