× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেললাইনে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ, ঘরে মিলল চিরকুট

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ২০:০৪ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চট্টগ্রামের পটিয়া উপজেলায় রেললাইন থেকে রাজন দত্ত নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ধলঘাট রেলওয়ে স্টেশনের প্রায় ১০০ মিটার উত্তর দিকে মরদেহটি পাওয়া যায়।

নিহত রাজন দত্ত পটিয়ার ধলঘাট ইউনিয়নের মৃত মিলন দত্তের ছেলে। তিনি স্থানীয় একটি কোচিং সেন্টারের শিক্ষক।

মৃত্যুর পর তার ঘর থেকে একটি চিরকুট পাওয়ার কথা জানিয়েছেন স্বজনরা। চিরকুটটিতে লেখা ছিল- ‘আমার এই জন্মের সকল উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই আমায় এখন এই জীবন ত্যাগ করে চলে যেতে হবে। আমার এই চলে যাওয়াতে কারও কোনো হাত নেই।’

তবে উদ্ধার হওয়া চিরকুটটি রাজনের লেখা কি না, সেটির সত্যতা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল পৌনে আটটার দিকে কক্সবাজারগামী একটি বিশেষ ট্রেন ওই এলাকা অতিক্রম করে। এরপরে রেললাইনে রাজন দত্তের ক্ষতবিক্ষত মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তার একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। তার শরীরের বেশিরভাগ অংশও থেঁতলানো। নাড়িভুঁড়িও বের হয়ে গেছে। এর আগে ভোরে রাজন ঘর থেকে বের হন বলে তার প্রতিবেশীরা জানিয়েছেন।

ধলঘাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জুয়েল নাথ বলেন, সকালে বাড়িতে রাজনকে না দেখে তার বড় ভাই বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। এর মধ্যেই রেললাইনে একটি মরদেহ পড়ে আছে শুনে ঘটনাস্থলে আসেন এবং মরদেহটি রাজনের বলে শনাক্ত করেন। ঘরের ড্রয়ারে তার একটি চিরকুট পাওয়া গেছে, যার কারণে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

বাংলাদেশ রেলওয়ের পটিয়া স্টেশনের স্টেশনমাস্টার নেজাম উদ্দিন বলেন, ধলঘাট স্টেশনটিতে কোনো ট্রেন থামে না। তাই স্টেশনটিতে কোনো কর্মকর্তা-কর্মচারীও নেই। জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখবে।

জানতে চাইলে রেল পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক (এসআই) আবুল কাসেম জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা