ডিমলা (নীলফামারী) প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫৮ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ২২:১১ পিএম
নীলফামারীর ডিমলা উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট চলছে। ডেন্টাল সার্জন ও মেডিকেল ডেন্টাল টেকনোলজিস্ট পদ দুটিও দীর্ঘদিন ধরে শূন্য হয়ে আছে। ফলে দাঁতের চিকিৎসার সামান্যতম সুযোগ পাচ্ছেন না এলাকার সাধারণ মানুষ। স্বাস্থ্যসেবা পেতে উপজেলার প্রায় ৪ লাখ মানুষের একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল।
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের আউটডোর ও ইনডোরে গড়ে প্রতিদিন প্রায় ৫ শতাধিক রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। বিভিন্ন বিভাগের রোগীর পাশাপাশি দাঁতের সমস্যা নিয়েও আসেন অনেকে। কিন্তু এখানে ডেন্টাল সার্জনসহ মেডিক্যাল ডেন্টাল টেকনোলজিস্ট না থাকায় দাঁতের চিকিৎসা নিতে পারছে না রোগীরা।
দাঁতের মাড়ি ফোলা রোগের চিকিৎসা নিতে আসা গাছবাড়ী গ্রামের মোস্তফা জানান, মেডিকেলে দাঁতের ডাক্তার নাই, আমি ভ্যান চালাই, প্রাইভেট ক্লিনিক বা চেম্বারে এত টাকা দিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ্য আমার নাই।
স্থানীয়রা বলছেন, গত বছর এখানে দাঁতের ডাক্তার ছিল, এলাকার মানুষের অনেক উপকার হয়েছে। এখন দন্ত চিকিৎসক না থাকায় রোগীদের প্রাইভেট হাসপাতালগুলোতে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। এ ছাড়া চিকিৎসক না থাকায় ডেন্টাল বিভাগের অন্যান্য যন্ত্রপাতিও নষ্ট হয়ে গেছে।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান বলেন, ‘বর্তমানে এই হাসপাতালে ডেন্টাল সার্জন ও মেডিক্যাল ডেন্টাল টেকনোলজিস্ট পদ খালি হয়ে আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’