× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের হাতে বাবা খুন, ১০ মাস পর রহস্য উদ্ধার

বরিশাল প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫১ পিএম

ছেলের হাতে বাবা খুন, ১০ মাস পর রহস্য উদ্ধার

অনুশাসন থেকে রক্ষা পেতে ও স্বাধীনভাবে জীবনযাপন করতে বাবাকে হত্যা করেছে ছেলে। বাবাকে হত্যার ১০ মাস পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে রহস্য স্বীকার করেছে ছেলে।  বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘটনাটি ঘটেছে। 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘বাবাকে হত্যার রহস্য স্বীকার করে গতকাল বৃহস্পতিবার বরিশাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ছেলে। হত্যার শিকার মো. রুস্তুম আলী হাওলাদার (৭৫) বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠি গ্রামের মৃত আতাহারউদ্দিন হাওলাদারের ছেলে।’

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৭ এপ্রিল রুস্তুম আলী হাওলাদার নিখোঁজ হয়। দুদিন পর বাড়ির পাশের কচুক্ষেত থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়। গত ২৮ ডিসেম্বর ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর দেখা যায় বৃদ্ধ রুস্তুম আলী হাওলাদারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ভাই আইউব আলী বাদী হয়ে গত ২১ জানুয়ারি বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা করে। 

ওসি সফিকুল ইসলাম বলেন, ‘রুস্তুম আলী হাওলাদারের ছেলে বাদশা হাওলাদারের অস্বাভাবিক জীবন যাপন ও কথাবার্তায় সন্দেহ হয়। গত ২২ জানুয়ারি পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদে বাদশা তার বাবা রুস্তুম আলী হাওলাদারকে হত্যার কথা স্বীকার করে।’

হত্যার জবানবন্দির বরাতে তিনি বলেন, ‘হত্যার শিকার রুস্তুম আলী দীর্ঘ দিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে দাওকাঠি গ্রামে দ্বিতল ভবন করে পরিবার নিয়ে বাস করেন। একমাত্র ছেলে বাদশাকে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই তাকে প্রতিষ্ঠিত করতে পারেননি। এজন্য ছেলেকে অনুশাসনসহ বকাবকি করেন। এ নিয়ে বাবার ওপর ক্ষুব্ধ হয় বাদশা। বাবার অনুশাসন থেকে রক্ষা ও স্বাধীন জীবনযাপনের জন্য তাকে হত্যার পরিকল্পনা করে। ২০২৪ সালের ১৭ এপ্রিল বেলা ১১টার দিকে দেখতে পায় তার বাবা বাড়ির পাশের কচুক্ষেতে কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী ছেলে বাদশা কচুক্ষেতে গিয়ে একটি গামছা দিয়ে বাবার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে তার লাশ কচুক্ষেতে রেখে পাতা দিয়ে ঢেকে দেয়। বাবাকে হত্যার পর স্বাভাবিক জীবনযাপন করে। বাবার হত্যা ও পরিকল্পনাসহ সকল বিষয়ে গোপন রাখতে নানা কৌশলও অবলম্বন করে।’ 

ওসি আরও বলেন, ‘ছেলে বাদশা তার বাবাকে হত্যার কথা স্বীকার করে বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজার কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা