নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:৪৩ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:৫৫ পিএম
থানার পুকুর থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো
থানা পুকুরে গোসল করতে নেমে দেখলেন মাছ। সেই মাছ ধরতে গিয়ে পেলেন থানা থেকে লুট হওয়া অস্ত্র। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে নোয়াখালীর চাটখিল থানা পুকুরে এ ঘটনা ঘটে।
থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আলীম ইসলাম মাছ ধরতে গিয়ে আগ্নেয়াস্ত্রটি খুঁজে পান।
চাটখিল থানার এএসআই বাছির উদ্দিন বলেন, ‘বিকালে থানা পুকুরে গোসল করতে যান এএসআই আব্দুল আলীম ইসলাম। এ সময় ঘাটের পশ্চিম পাশে তিনি একটি বড় মাছ দেখতে পান। তা ধরতে গেলে পায়ে লোহার মত কিছু একটা লাগে তার। পরে আমাকে ডাক দেন তিনি। দুইজনে একত্রে পানির ওপরে তুলে দেখতে পাই সেটি একটি চায়না রাইফেল।’
এএসআই আব্দুল আলীম ইসলাম বলেন, ‘গত ৫ আগস্ট চাটখিল থানায় হামলা-অগ্নিসংযোগ করে থানার অস্ত্রাগার লুট হয়। আমি মাছ ধরতে গিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছি। এটি কীভাবে থানা পুকুরে এলো সেটা আমার জানা নেই।’
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ১১টি আগ্নোয়াস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে চাটখিল থানার তিনটি চায়না রাইফেল রয়েছে। উদ্ধারকৃত রাইফেলটি লুট হওয়া বলে আমরা নিশ্চিত হয়েছি।’