মধ্যাঞ্চল অফিস
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৬:৪১ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ১৮:০৬ পিএম
শুক্রবার ভোরে কিশোরগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ে আগুনে স্থাপনাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। প্রবা ফটো
কিশোরগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও অফিসসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘুমিয়ে থাকা চার ট্রাফিক সদস্য দৌড়ে দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত জেলা ট্রাফিক পুলিশের অফিসে এ আগুনের ঘটনা ঘটে। পরে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, জেলা ট্রাফিক কার্যালয় থেকে ভোর ৪টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অফিসে ঘুমিয়ে থাকা চারজন ট্রাফিক সদস্য দৌড়ে দুর্ঘটনা থেকে রক্ষা পান। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে কার্যালয়ের স্থাপনাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভুইয়া বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তদন্তের পর জানা যাবে।'
পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, আগুন লাগার খবর পেয়েই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর ক্ষয়ক্ষতির পরিমাণ ও কীভাবে আগুন লেগেছে, সেটা জানা যাবে।