× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

৩ লাখ মানুষের চিকিৎসায় ৪ ডাক্তার, ভোগান্তিতে রোগীরা

পাইকগাছা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৫:৪৭ পিএম

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রবা ফটো

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রবা ফটো

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। গুরুত্বপূর্ণ পদগুলোতে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও কর্মচারীর অভাব এই সংকটকে আরও প্রকট করে তুলেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে মাত্র ৭ জন চিকিৎসক কর্মরত আছেন। এর মধ্যে তিনজন অন্যত্র সংযুক্ত থাকায় কার্যত চারজন চিকিৎসক প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসাসেবা দিয়ে চলেছেন। 

হাসপাতালটিতে আবাসিক মেডিকেল অফিসার, অর্থোপেডিক, পেডিয়াট্রিক্স, ইএনটি, ওগ্যানোলোজি, সার্জারি, কার্ডিওলজি, চক্ষু বিশেষজ্ঞসহ আরও অনেক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য রয়েছে।

রোগীরা অভিযোগ করেছেন, হাসপাতালে চিকিৎসা নিতে এসে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। জরুরি বিভাগের টেস্টগুলোও বাইরে থেকে করাতে বাধ্য করা হয়, যা অনেক গরিব রোগীর জন্য আর্থিকভাবে অসম্ভব। আউটডোরে প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ রোগী চিকিৎসাসেবা নিতে আসেন এবং প্রায় ১০০ জন রোগী হাসপাতালে ভর্তি থাকেন। তবে চিকিৎসক ও জনবল সংকটের কারণে তাদের সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

গদাইপুর গ্রামের সরবানু বেগম বলেন, ‘মাকে নিয়ে সকাল ৮টায় এসেছি, সাড়ে ১০টা বেজে গেছে, এখনও ডাক্তার দেখেননি। এভাবে সেবা নিতে এসে কষ্ট পেতে হচ্ছে।’

স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি যন্ত্রপাতির অভাব, বিদ্যুৎ ও পানির সমস্যা, অপরিচ্ছন্ন ওয়ার্ড এবং ময়লা বাথরুম রোগীদের দুর্ভোগ আরও বাড়াচ্ছে। তেলের অভাবে জেনারেটরও সঠিকভাবে চলতে পারছে না। জনবল সংকটে হাসপাতালের বাগানের পরিচর্যাও করা যাচ্ছে না।

হাসপাতালের মোট ২৩৭ পদের বিপরীতে বর্তমানে ১৪০ জন কর্মরত আছেন। শূন্যপদ রয়েছে ৯৭টি। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদ, যেমন- আবাসিক মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্টসহ অনেক পদ ফাঁকা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুর রহমান জানান, ‘হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম সরবরাহ করা হয়নি। সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। তবে জরুরি ভিত্তিতে শূন্যপদ পূরণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ না করলে সেবার মান নিশ্চিত করা সম্ভব নয়।’

তিনি আরও জানান, হাসপাতালের রোগীর চাপ অনুযায়ী এটি ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা প্রয়োজন। এ বিষয়ে চাহিদাপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে, এবং কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন বলে আশা করা হচ্ছে।

উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৪ লাখ মানুষের একমাত্র ভরসা এই সরকারি হাসপাতালটি। আশপাশের সাতক্ষীরার আশাশুনি ও তালা এবং খুলনার দাকোপ উপজেলা থেকেও অনেকে এখানে চিকিৎসা নিতে আসেন। স্থানীয়রা হাসপাতালের শূন্যপদ পূরণ, সরঞ্জাম সরবরাহ এবং পরিষেবার মান উন্নয়নের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা