× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ১৭

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৫:১৯ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ১৬:০৬ পিএম

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শান্তি পরিবহণ বাসে খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলের শিক্ষকরা পারিবারিক পিকনিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। বাসটি মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা খালি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ দুর্ঘটনায় বাসে থাকা ১৭ জন যাত্রী আহত হয়েছেন। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

এ বিষয়ে মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘দুর্ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পরপরেই ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা