× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরের বরমী

চার ঘণ্টার সবজি বাজার

রায়হানুল ইসলাম আকন্দ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:১৯ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:৪১ পিএম

গাজীপুরের শ্রীপুরের বরমী সবজি বাজারে হাট বসে সপ্তাহে এক দিন। চার ঘণ্টার বাজারে অন্তত ১০ লাখ টাকার সবজি বেচাকেনা হয়। বুধবার সকালে তোলা 
প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুরের বরমী সবজি বাজারে হাট বসে সপ্তাহে এক দিন। চার ঘণ্টার বাজারে অন্তত ১০ লাখ টাকার সবজি বেচাকেনা হয়। বুধবার সকালে তোলা প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী একটি বড় সবজি বাজার। হাট বসে প্রতি বুধবার। বছরের শুরুতে বিশেষ করে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত তিন মাস হাটবারে প্রচুর সবজি কেনাবেচা হয়। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার  ঘণ্টায় বাজারে ১০ লাখ টাকা কেনাবেচা হয়।

হাটবার ভোর ৫টা থেকেই সবজি সরবরাহ শুরু হয়। সকাল ৮টা থেকে পাইকারি বেচাকেনা শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত। গত কয়েকটি হাটে টমেটো এবং আলুর আমদানি হয়েছে বেশি। বাজারের সকল প্রকার সবজি বিষমুক্ত বলেও দাবি সংশ্লিষ্টদের। পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলা, ময়মনসিংহের গফরগাঁও, পাগলা, টাঙ্গাবোসহ বিভিন্ন এলাকা থেকে শাকসবজি আসে। হাটবার সবজি আনা-নেওয়াসহ বেচাকেনার সঙ্গে প্রায় ২০০ শ্রমিক নিয়োজিত। 

বেচাকেনার সঙ্গে জড়িত কৃষক, আড়তদার, স্থানীয় বাসিন্দা, পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতলক্ষ্যা নদী দিয়ে বরমী খেয়াঘাটে প্রতি হাটে কমপক্ষে ৬টি ট্রলারে সবজি আসে। প্রতি ট্রলারে কমপক্ষে ১০০ খাঁচায় ভর্তি থাকে সবজি। প্রতি খাঁচার গড় ওজন ৭০ কেজি। সব মিলিয়ে ৩৫ থেকে ৪০ হাজার কেজি সবজি হয়। যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। আশপাশের হাটগুলোর খুচরা ব্যবসায়ীরা পাইকারি দামে এসব কিনে নিয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, শীতকালীন টমেটো, আলু, বাঁধাকপি, শিম, কাঁচকলার বিপুল সরবরাহ। সম্প্রতি বরমী ইউনিয়নের কয়েকটি এলাকায় স্ট্রবেরি, ব্রকলির চাষ হয়। বিদেশি এসব ফল ফসলের কেনাবেচা হয় বরমী বাজারে। গত কয়েকটি হাটে টমেটো এবং আলুর সরবরাহ বেশি দেখা গেছে।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কৃষক চাঁদ মিয়া বলেন, বরমী বাজারে গত ১৫ বছর ধরে প্রতি সপ্তাহে কাঁচা সবজি নিয়ে আসছি। একেক সপ্তাহে একেক সংখ্যক কাঁচা সবজি আসে। আমরা বাজারের আড়তে বিক্রি করি। অন্যান্য বছর থেকে এ বছর বিক্রি ভালো। 

টাঙ্গাবো এলাকার কৃষক কামাল হোসেন, মো. ইব্রাহীমসহ কয়েকজন বলেন, কৃষিকাজ করি ২০ বছর যাবৎ। এবার উৎপাদন ভালো। কিন্তু দাম এখন কিছুটা কম। টমেটো বিক্রি করি তিন মাস। অন্যান্য সময় ঝিঙ্গা, করলা, চিচিঙ্গাসহ অন্যান্য সবজি বিক্রি করি। কয়েকজন কৃষক মিলে একটি ট্রলার ভাড়া করি। মালের ওপর নির্ভর করে পরিবহন ভাড়া। পানিপথের কারণে পরিবহন খরচ তুলনামূলক কম।

আব্দুল কাদির নামে এক ব্যবসায়ী বলেন, সপ্তাহের প্রতিদিন এ ঘাটে সবজি বেচাকেনা হলেও বুধবার বেশি হয়। মালামালের আমদানি বেশি হয়। সব মিলিয়ে এ হাটে গড়ে ১০ লাখ টাকার সবজি বেচাকেনা হয়। এখানের সব সবজিই বিষমুক্ত।

বরমী বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নূরুল আমীন বলেন, বরমী বাজারের ইতিহাস অনেক প্রচীন। এটি গাজীপুর জেলার ঐতিহ্যবাহী বাজার। মোগল আমল থেকে এ বাজারের প্রসার ঘটেছে। প্রতি হাটের দিনে (বুধবার) শীতলক্ষ্যার পাড়ে জমে ওঠে সবজির আড়ত। ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাইকারি বেচাকেনা হয়। বাজারের দৃশ্য দেখার জন্য দূরদূরান্ত থেকে অনেক লোক আসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা