× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কোনো অগণতান্ত্রিক সরকারের মাধ্যমে সংস্কার সম্ভব নয়’

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ২১:৪১ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫ ২১:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিএনপি রাষ্ট্রীয় সংস্কারের ৯০ শতাংশ করেছে। এখনও বিএনপি রাষ্ট্র সংস্কারের পক্ষে। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের ৩১ দফা প্রস্তাব দেয়া হয়েছে। যেখানে স্পষ্ট বলা আছে, কোনো অগণতান্ত্রিক সরকারের মাধ্যমে সংস্কার সম্ভব নয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) যশোর চেম্বার অব কমার্স আয়োজিত খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু বলেন, সংস্কার জনগণের ম্যান্ডেট ছাড়া টেকসই হবে না। নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারই কার্যকর বা দীর্ঘস্থায়ী হবে না। জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকারই সংসদে সংস্কার প্রস্তাব উপস্থাপন করবে এবং তা বিল আকারে পাশ করবে।

তিনি আরও বলেন, সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নিয়ে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। অগণতান্ত্রিক সরকার বা সামরিক শাসকের মাধ্যমে সংস্কার জনগণ কখনও গ্রহণ করবে না। এটি গণতন্ত্রের মূলনীতি।

অন্তর্বর্তী সরকারের বাজেট বাস্তবায়নের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার সরকারের লুটপাট ও দুর্নীতির বাজেট ছুড়ে ফেলে দেওয়া উচিত ছিল। পাঁচ মাস হয়ে গেল, কেন অন্তর্বর্তীকালীন সরকার নতুন বাজেট ঘোষণা করেনি? জনগণের ওপর বর্ধিত শুল্ক চাপিয়ে দারিদ্র্য ও সংকট বাড়ানো হচ্ছে। এটি কখনোই মেনে নেওয়া যায় না।

সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা তাদের নিজ নিজ জেলার ব্যবসা-বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ব্যবসা-বাণিজ্যের সমস্যা সমাধানে সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা