× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সার্ক জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১৯:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সার্ক জার্নালিস্ট ফোরাম সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দ্বিবার্ষিক (২০২৫-২০২৭) কমিটিতে সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছে গোলাম সরওয়ার। তাকে সাধারণ সম্পাদক মনোনীত করায় চন্দনাইশ মিডিয়া ক্লাব-চট্টগ্রাম পরিবার পক্ষ থেকে সেন্ট্রাল সার্ক সাংবাদিক ফোরাম পরিবারকে অভিনন্দন জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলার চন্দনাইশের সন্তান গণমাধ্যমকর্মী চন্দনাইশ মিডিয়া ক্লাবের অর্থ সম্পাদক গোলাম সরওয়ারের দক্ষতা, অভিজ্ঞতা ও অগ্রগতির এ স্বীকৃতি নিঃসন্দেহে আমাদের গর্বিত করেছে। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্ব ও কর্মদক্ষতায় সার্ক জার্নালিস্ট ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে। তার এ অর্জন চট্টগ্রাম তথা বাংলাদেশের সাংবাদিকদের জন্য একটি গৌরবের বিষয়। আমরা গোলাম সরওয়ারের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে স্থানীয় রাত ১০টায় দ্বিবার্ষিক সার্ক নতুন কমিটির ২০ সদস্যের নাম ঘোষণা করে নেপাল সেন্ট্রাল কমিটি।

ইউএই-তে দ্বিতীয় বারের মতো কমিটির পুনরায় সভাপতি হয়েছেন চ্যানেল এস আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল (আরবি) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হোন সিটি নিউজের নির্বাহী সম্পাদক মোহাম্মদ গোলাম সরওয়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা