কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১৮:২৬ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫ ১৮:২৭ পিএম
বেক্সিমকোর বন্ধ হওয়া ১৬টি কারখানা চালুর দাবিতে গণসমাবেশে শ্রমিকরা। প্রবা ফটো
গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬টি কারখানা চালুর দাবিতে গণসমাবেশ করেছেন কারখানা শ্রমিকরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরীর শ্রীপুর সান সিটির মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার এ কে জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সপ্তাহখানেক আগেও একই দাবিতে শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়কে
দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন।
গণসমাবেশে শ্রমিক নেতারা প্রতিষ্ঠানের সকল কারখানা পুনরায় চালু করার
দাবি জানিয়ে এবং নিজেদের কর্মসংস্থান ও পরিবারের ভবিষ্যৎ রক্ষার দাবি জানান।
কারখানা শ্রমিক ও টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, দাবি আদায়
না হওয়া পর্যন্ত নতুন নতুন কর্মসূচি অব্যাহত থাকবে।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, এসব কারখানা খুলে
দেওয়ার দাবিতে কয়েক দফা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। সর্বশেষ
গত ২১ ডিসেম্বর বিক্ষোভে শ্রমিকদেরকে পুলিশ নিয়ন্ত্রণে আনার জন্য কাঁদানে গ্যাস ও রাবার
বুলেট ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সুপার এ কে জহিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা তাদের
দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে আমাদের কোনো সমস্যা নেই। তারপরও সেখানে
শিল্প পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।’
এর আগে গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে
বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত
উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি
কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ
হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।
বন্ধের কারণ হিসেবে সরকার জানায়, কারখানাগুলোতে অর্ডার না থাকা ও
ব্যাংকে ঋণখেলাপি থাকায় প্রতিষ্ঠানটির পরিচালনা সম্ভব হচ্ছে না।