× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চক্ষু শিবিরে ভুয়া ডাক্তার, আটক ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১৭:৪৫ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫ ১৯:০৬ পিএম

নাটোরের বড়াইগ্রামে মঙ্গলবার চক্ষু শিবিরে অভিযান চালিয়ে ২ ভুয়া ডাক্তারকে আটক করে ভ্রাম্যমাণ আদালত । ছবি : প্রবা

নাটোরের বড়াইগ্রামে মঙ্গলবার চক্ষু শিবিরে অভিযান চালিয়ে ২ ভুয়া ডাক্তারকে আটক করে ভ্রাম্যমাণ আদালত । ছবি : প্রবা

নাটোরের বড়াইগ্রামে চলমান একটি চক্ষু শিবিরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ভুয়া চক্ষু ডাক্তারকে আটক করেছে। জাল সার্টিফিকেট ব্যবহার করে চক্ষু শিবির পরিচালনা করায় শাহিন আলম ও স্বপ্না খাতুন নামের ওই দুজনকে জেল-জরিমানা করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার (২১জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত চোখের আলো চক্ষু হাসপাতালের নামে ফ্রি চক্ষু শিবির চলাকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় শাহিন আলম ও স্বপ্না খাতুন তাদের পেশাগত সার্টিফিকেট দেখাতে বললে তারা কম্পিউটারে তৈরিকৃত সার্টিফিকেট দেখান। আদালতের কাছে তা জাল হিসেবে প্রমাণিত হয়।

জাল সার্টিফিকেট ব্যবহার করে চক্ষু শিবির পরিচালনা করায় আদালত মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী শাহিন আলমকে ২০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং স্বপ্না খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা ও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন কুমার দত্ত এ সময় উপস্থিত ছিলেন।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আটক দুই ভুয়া ডাক্তারকে বিকেলে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা