শ্রমিক আন্দোলন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১৭:৩৩ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫ ২০:০২ পিএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা। প্রবা ফটো
গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সড়কে চলাচলের নিরাপত্তা চেয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানা শ্রমিকরা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৩টা থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর
এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবু তালেব তথ্যটি
নিশ্চিত করেছেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানার
জহির উদ্দিন নামের এক শ্রমিক সোমবার (২০ জানুয়ারি) রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি
উপজেলার সফিপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত
তাকে আটকিয়ে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হামলার খবর কারখানায় জানাজানি হলে
অন্য শ্রমিকরা দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং শ্রমিকদের চলাচলের নিরাপত্তা চেয়ে ঢাকা-টাঙ্গাইল
মহাসড়ক অবরোধ করেন। পরে বিকেল ৫টার দিকে পুলিশের পক্ষ থেকে আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার
প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ তুলে নেন।
পুলিশ সুপার মো. আবু তালেব বলেন, ‘লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানার একজন শ্রমিককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। সাথে মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয় চলে যায়। এ কারণে লিবাস কারখানা শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।’