× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ধর্ম ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে অস্ত্র ও কিরিচসহ সাম্পান নৌকা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১৩:৫২ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫ ১৮:৫৮ পিএম

টেকনাফে বিশেষ অভিযানে একটি জি-৩ রাইফেল ও একটি কিরিচ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। প্রবা ফটো

টেকনাফে বিশেষ অভিযানে একটি জি-৩ রাইফেল ও একটি কিরিচ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। প্রবা ফটো

টেকনাফের মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে একটি জি-৩ রাইফেল ও একটি কিরিচসহ সাম্পান নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ জানুয়ারি) রাতে বঙ্গোপসাগরের কিনারায় মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

আজ মঙ্গলবার সকালে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) টেকনাফ-২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং খুরেরমুখ চেকপোস্টের বিশেষ টহলদল চেকপোস্ট থেকে আনুমানিক ৮ কিলোমিটার উত্তর দিকে বঙ্গোপসাগরের কিনারায় মিঠাপানিরছড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ও অন্যান্য মালামাল ফেলে দুষ্কৃতকারী দলটি পালিয়ে যায়।  এরপর ফেলে যাওয়া নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি স্বয়ংক্রিয় অস্ত্র (জি-৩ রাইফেল) ও একটি কিরিচ উদ্ধার করা হয়। সাম্পান নৌকাটি জব্দ করা হয়। ওই এলাকায় গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে কোনো অপরাধীকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতকারীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ‘উদ্ধার করা মালিকবিহীন সাম্পান নৌকা টেকনাফ শুল্ক গুদামে জমা রাখা হয়েছে এবং অস্ত্র-কিরিচসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা