× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেজি দরে সরকারি বই ভাঙারিকে দিলেন শিক্ষক

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ২১:০৩ পিএম

কেজি দরে সরকারি বই ভাঙারিকে দিলেন শিক্ষক

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বিনামূল্যের বই কেজি দরে বিক্রির অভিযোগ উঠেছে। 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম গত ৫ মাস আগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলে প্রধান শিক্ষককে ছুটিতে পাঠানো হয়। পরে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। 

জানা গেছে, উপজেলার পৌর শহরের হালিমা বেগম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম নিয়মনীতি অনুসরণ না করেই বরাদ্দকৃত মাধ্যমিক স্তরের পুরাতন বইগুলো বিক্রি করে দিয়েছেন। গত ১৩ জানুয়ারি স্কুল ছুটির পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম কয়েক বছরের সংরক্ষিত ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের প্রায় ৪০০ কেজি বই গোপনে ভাঙারি দোকানির কাছে বিক্রি করে দেন। আলম নামে স্থানীয় এক ফেরিওয়ালা ১৫ টাকা কেজি দরে বইগুলো কিনে নেন। 

বইক্রেতা ভাঙারি দোকানদার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার (১৩ জানুয়ারি) হালিমা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজ স্যারের উপস্থিতিতে ১৫ টাকা কেজি দরে প্রায় ৩৯৮ কেজি বই আমার কাছে বিক্রি করা হয়।

বই বিক্রির বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, ‘আমি স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা করেই বই বিক্রি করে দিয়েছি। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে আমরা জানাইনি। কোনো টেন্ডারের মাধ্যমেও বিক্রি করা হয়নি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ বলেন, সরকারি বই বিক্রি করা অপরাধ। তারা যদি পুরাতন বই বিক্রি করতে চায় তাহলে সরকারি কিছু নিয়মকানুন আছে, সেই নিয়ম মেনেই বিক্রি করতে হবে। তবে সরকারি বই বিক্রয়ের বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি। সরকারি নিয়মের বাইরে যদি হালিমা বেগম একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুরাতন সরকারি বই বিক্রয় করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, তারা যদি নিয়ম না মেনে সরকারি বই বিক্রি করে থাকে প্রমাণিত হলে এ বিষয়ে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা