প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ২০:৪৪ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জে দীপেন মুন্ডা নামে এক চা-শ্রমিকের সন্তানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার চা-শ্রমিকের সন্তানকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে কমলগঞ্জ উপজেলার কুরমা চা-বাগানের ফাঁড়ি কুরঞ্জী বাগানে এ ঘটনা ঘটে। নিহত দীপেন কুরঞ্জী এলাকার প্রসাদ মুন্ডার ছেলে।
নিহত দীপেনের মা আদরমনি মুন্ডা বলেন, ‘রাতে হাঁস কেটে মস্তি করে আমার ছেলেটারে ওরা পিটিয়ে মেরে ফেলেছে।’
দীপেনের বোন শান্তি মুন্ডা বলেন, গত বুধবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যায় দীপেন। রাত ১০টার দিকে বাড়ি থেকে তাকে ডেকে নেয় তার সহপাঠীরা। রাতে সে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার ভোরে তার লাশ পাহাড়ি ছড়ায় পাওয়া যায় ।
কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, দীপেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে বাগানের পাহাড়ি ছড়ায় লাশ ফেলে গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তার সহপাঠী অজয় মুন্ডা, ধরম কন্দ, নিমাই মুন্ডা ও রকুন মুন্ডাকে আটক করা হয়েছে।
গৌরনদী (বরিশাল): ঢাকা থেকে দাদাবাড়ি বরিশালের গৌরনদীর মধ্য হোসনাবাদ গ্রামে বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান (৮)। নিহত সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি জানান, বুধবার দুপুরে স্থানীয় বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। বৃহস্পতিবার ভোরে স্থানীয় মুসল্লিরা মান্না বেপারীর বাড়ির পিছনের ডোবায় সাফওয়ানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রোমান চৌধুরী ও মুজাম্মেল হক চৌধুরীকে আটক করা হয়েছে।
বাউফল (পটুয়াখালী): বাউফলে দুই দিনের ব্যবধানে খাল থেকে ভাসমান আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভুখালী গ্রামের হোগলা খাল থেকে পুলিশ ওই লাশটি উদ্ধার করে।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, লাশের পরনের প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও ট্রাক পরিবহন শ্রমিকের পরিচয়পত্রের তথ্য মতে, তার নাম মো. আবদুল্লাহ রবি, বাবার নাম মো. বকস শেখ। বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার ইটালী গ্রামে।
এর আগে গত মঙ্গলবার সকালে একই উপজেলায় ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়ায় তেঁতুলিয়া নদী থেকে শ্যামল চন্দ্র দে নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে কালাইয়া নৌ পুলিশ। তিনি বরিশাল সদরের কাউনিয়া এলাকার জীবন চন্দ্র দের ছেলে।