খুলনা অফিস
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ২০:৩০ পিএম
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) খুলনা সিএসএস আভা সেন্টারে দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্মশালার আয়োজন করে।
ইসি আবুল ফজল বলেন, দেশের মানুষ বাধাহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেÑ এটা জনপ্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণে কাজ করছে কমিশন। নির্বাচন আয়োজন একটি বিরাট কর্মযজ্ঞ। যেখানে আমরা সবাই সম্পৃক্ত। বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্বটা সঠিক ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে।
নির্ভুল ভোটার তালিকার বিষয়ে ইসি আবুল ফজল বলেন, ভোটার তালিকা তথ্য সংগ্রহ নয়, উপরন্তু জাতীয় পরিচয়পত্র প্রস্তুতের ক্ষেত্রে এই তথ্য কাজে লাগে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টপ্রাপ্তি, নাগরিকসেবা গ্রহণ, সন্তানদের স্কুলে ভর্তিসহ বিভিন্ন কাজে লাগে। এতে ভুল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ভোগান্তির শিকার হন। তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়া বাঞ্ছনীয়। এবারের ভোটার তালিকা হালনাগাদ বা যাচাইকরণ আগের চেয়ে একটু ভিন্নতর গুরুত্ব বহন করে। ভবিষ্যতে কোনো প্রকার সন্দেহ এবং কোনো ভুয়া ভোটার তালিকায় না আসেÑ এ বিষয়ে নির্বাচন কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনাও দেন তিনি।
খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা এবং থানা নির্বাচন কর্মকর্তা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসার শিক্ষক, প্রোগ্রামার, সিস্টেম অ্যানালিস্ট, নারী ভোটার, মহিলা সংগঠন, নতুন ভোটার, সমাজকর্মী, এনজিও, ধর্মীয় নেতা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।