× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনের অভিযানে বালুখেকোদের গুলি

রায়পুরা (নরসিংদী) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ২০:২৮ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ০১:২২ এএম

প্রশাসনের অভিযানে বালুখেকোদের গুলি

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সময় ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের উদ্দেশে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার  (১৬ জানুয়ারি) রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীর অংশে এ ঘটনা ঘটে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের অনুমতিতে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করেন ইজারাদাররা। তবে জেলার সীমানা পেরিয়ে নরসিংদীর রায়পুরার মির্জাচর ও চরমধুয়া ইউনিয়নের সীমানায় তারা ড্রেজার বসিয়ে মাটি কাটে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

অভিযান ও গুলির ঘটনার সময় এ প্রতিবেদকও উপস্থিত ছিলেন। সরেজমিন দেখা যায়, রায়পুরার মির্জাচর ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের পাশের নদীতে কমপক্ষে ৩০টি ড্রেজার দিয়ে অর্ধশতাধিক বাল্কহেডে বালু বোঝাই করা হচ্ছিল। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা পালাতে থাকে। এ সময় ৬টি ড্রেজার আটক করা হয়। এ ছাড়া প্রায় এক কিলোমিটার দূরে রায়পুরার চরমধুয়া ইউনিয়নের একটি ইটের ভাটায় আরও কিছু বালুবোঝাই বাল্কহেড ও ড্রেজার রেখে পালাতে থাকে বালুখেকোরা। বিষয়টি জানতে পেরে সেগুলো ধরতে দুটি স্পিডবোটে সাংবাদিক ও প্রশাসনের লোকজন রওনা দেন। ইটভাটার কাছে পৌঁছলে স্পিডবোট দুটি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে দুষ্কৃতকারী। এ অবস্থায় দ্রুতই স্পিডবোট ঘুরিয়ে চলে আসা হয়। এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয়রা জানান, ইজারা পাওয়া ড্রেজার মালিকদের সহযোগিতায় বাঁশগাড়ি ইউনিয়নের যুবদল নেতা হারুনের নেতৃত্বে অবৈধ চুম্বক ড্রেজার বসানো হয়েছে। ইটভাটা থেকে ছোড়া গুলি সে বা তার লোকজন করে থাকতে পারে। 

এ বিষয়ে যুবদল নেতা হারুন বলেন, আমি সেখানে ছিলাম না। বিষয়টি শোনার পর ঘটনাস্থলে এসেছি। গুলির বিষয়ে কিছু জানি না। ওই সময় বাড়িতে ছিলাম।

ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, রায়পুরা উপজেলার মির্জাচরে বেশ কয়েকটি চুম্বক ড্রেজার দ্বারা তারা বালু উত্তোলন চলছিল। সে সময় আমরা অভিযান পরিচালনা করি। একটি ড্রেজারে থাকা দুজনকে আটক করি। তাদের ১০ লাখ টাকা জরিমানাও করেছি। চরমধুয়া ইউনিয়নে একটি অবৈধ ইটভাটার পাশে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে যাওয়ার পথেই তারা গুলিবর্ষণ করে। আমাদের সঙ্গে পর্যাপ্ত সংখ্যক ফোর্স না থাকায় আমরা চলে আসি। ইতোমধ্যে তথ্য সংগ্রহ করেছি। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা