মাগুরা ও মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ২০:২৫ পিএম
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা বাকস্বাধীনতা নিশ্চিত করতে চাই। এমন একটা দেশ চাই যেখানে কথা বলার ন্যায্য স্বাধীনতা থাকতে হবে। আমরা এমন স্বাধীনতা চাই না, যা ন্যায্য কথা প্রকাশে কারও মুখে অদেখা তালা ঝুলবে। বিগত সাড়ে ১৫ বছরে আমরা দেখেছি, সাংবাদিকদের হাতে ছিল অদেখা হ্যান্ডকাফ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে দলের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে মাগুরা জামায়াতের সংখ্যালঘু সম্প্রদায় কমিটির সভাপতি উত্তম কুমার বলেন, আমি বিশ্বাস করি জামায়াতে ইসলামী এদেশ পরিচালনার সুযোগ পেলে তারা মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাই সবচেয়ে বেশি সুবিধা পাবে এবং নিরাপদ থাকবে। জেলা আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু।
মাগুরা যাওয়ার পথে ফরিদপুরের মধুখালীতে পথসভায় যোগ দেন শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। পথসভায় মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলীমুজ্জামানের সভাপতিত্বে বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান এবং মাওলানা রেজাউল করীম ও কামাল হোসেন বক্তব্য দেন।