× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে পাজেরো জিপে থাকা ৫০ কেজি গাঁজা উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ২০:১৬ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ২০:২২ পিএম

টঙ্গীতে পাজেরো জিপে থাকা ৫০ কেজি গাঁজা উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে দুর্ঘটনাকবলিত একটি পাজেরো জিপ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকা থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। 

এ সময় স্থানীয়দের সহায়তায় গাড়িচালককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৫০ কেজি। গ্রেপ্তার হওয়া চালক খোকন মিয়া লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর থেকে ঢাকাগামী একটি পাজেরো জিপ (ঢাকা মেট্রো-ঘ-১৩-০৩৬৮) টঙ্গীর একটি কলেজের সামনে একজন রিকশাচালককে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় একজন মোটরসাইকেল নিয়ে গাড়িটিকে ধাওয়া করে, গাড়িটি বাটা গেট এলাকায় এসে ইউটার্ন করে ফের গাজীপুরের দিকে যাওয়ার চেষ্টা করে। 

দ্রুতগতিতে পালাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আইল্যান্ডে ধাক্কা লেগে দুর্ঘটনাকবলিত হয়। এ সময় স্থানীয়রা গাড়িচালককে আটক করে পুলিশে খবর দেয়। টঙ্গী পশ্চিম থানা পুলিশ গাড়িটি তল্লাশি করে তিন বস্তা (৫০ কেজি) গাঁজা উদ্ধার করে। 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসির উদ্দিন বলেন, ‘পাজেরো গাড়ি থেকে কস্টেপ মোড়ানো ২৫টি প্যাকেটে দুই কেজি করে আনুমানিক ৫০ কেজি গাঁজা উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা