× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণচেতনা ধরে রাখতে দ্রুত নির্বাচন দিন : মেজর (অব.) হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪২ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ২০:২১ পিএম

গণচেতনা ধরে রাখতে দ্রুত নির্বাচন দিন :  মেজর (অব.) হাফিজ

পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছেন। ভারতের সাহায্য নিয়ে নানাভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টায় রয়েছেন। জুলাই-আগস্টের গণচেতনাকে ধরে রাখতে হলে দ্রুত নির্বাচন দিয়ে এই তৎপরতা থেকে দেশকে মুক্ত করতে হবে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ভোলার লালমোহন পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, ‘আমরা গত ১৭ বছর গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি। আর এখন কিছু বুদ্ধিজীবী সংস্কারের নামে সময় পার করছেন। ছাত্র বা উপদেষ্টাদের সংস্কারের ব্যাপারে মতামত দেওয়ার কোনো অধিকার নেই। ছাত্ররা এমনও বলেন ৭২-এর সংবিধানকে তারা কবর দেবেন।’ তিনি বলেন, ‘জনপ্রতিনিধিরা সংবিধান প্রণয়ন করেছেন, আবার জনপ্রতিনিধিরাই সেটা সংস্কার করবেন।’ 

জাতীয় নির্বাচন প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, ‘বিএনপি চায় চলতি বছরের জুন মাসের মধ্যেই নির্বাচন হোক। বাংলাদেশের জনগণ অতীতের প্রত্যেকটি সুষ্ঠু নির্বাচনে সঠিকভাবে তাদের জনরায় দিয়েছে এবং তাতে জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে। বর্তমানে আমরা যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছি, এর অবসান হওয়া উচিত।’ তিনি বলেন, ‘এই দেশের জনগণের ওপর তাদের কোনো আস্থা নেই। তারা মনে করেন নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। জনগণ বিএনপিকে ভোট দিলে তো সেটা দোষের কিছু নয়।’ 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, এএমএম ফয়সাল হায়দার প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা