× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে প্রতিবাদ সমাবেশ

‘আমরা বিচ্ছিন্ন হতে চাই না, বিচ্ছিন্ন করে রাখা হয়েছে’

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৯:১৪ পিএম

ঢাকায় আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বান্দরবানে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ছবি : প্রবা

ঢাকায় আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বান্দরবানে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ছবি : প্রবা

'শান্তিপূর্ণ অধিকার আদায় আন্দোলনে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। রাষ্ট্র এখানে দায় এড়াতে পারে না। রাষ্ট্রের সরকার ও সংখ্যাগরিষ্ঠ জনগণ আদিবাসীদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে। আমরা বিচ্ছিন্ন হতে চাই না, আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।'

বান্দরবানে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ২টায় আদিবাসী ছাত্র-জনতার এনসিটিবি ভবন ঘেরাওয়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে আদিবাসী শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে ছাত্রী প্রতিনিধি লাবনী তঞ্চঙ্গ্যা এ কথা বলেন।

প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, সাম্প্রদায়িক ও মৌলবাদী ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ সংগঠনের সদস্যদের একতরফা দাবির প্রেক্ষিতে নবম ও দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পাঠ্যপুস্তকের পেছনের প্রচ্ছদ থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি বাতিল করে। কতৃর্পক্ষের ওই সিদ্ধান্তের প্রতিবাদে এবং বাতিলকৃত গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে আদিবাসী ছাত্র-জনতা বুধবার (১৫ জানুয়ারি) এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেয়। এর পরপরই বিশেষ মহলের উস্কানিতে আদিবাসী শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার হীন উদ্দেশ্যে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক সংগঠনটি একই জায়গায় এনসিটিবি ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে। পূর্বপরিকল্পিতভাবে ওঁৎপেতে থাকা জাতীয় পতাকা বাঁধা ক্রিকেট স্টাম্প, লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ওই সংগঠন ও পুলিশ আদিবাসী ছাত্র-জনতার মিছিলে বাধা দেয়। এক পর্যায়ে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামে জড়ো হওয়া মৌলবাদী সন্ত্রাসীরা আদিবাসী ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা করে। এতে ১০-১৫ জন আহত হয়। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। এর আগে বান্দরবান রাজার মাঠ হয়ে উজানী পাড়া-মধ্যম পাড়া ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। 

সমাবেশে মানবাধিকার কর্মী লেলুং খুমী, বান্দরবান দুর্নীতি দমন কমিশনের সভাপতি অংচমং মারমা, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইং সাইংউ নিনি, ছাত্র প্রতিনিধি হ্লামংসিং মারমা, জন ত্রিপুরা, চুংইয়োই ম্রো, উলিচিং মার্মা প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা