× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেট্রোল বোমা হামলায় মামলা

লক্ষ্মীপুর জামায়াতের আমিরসহ খালাস ৩৭

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫১ পিএম

পেট্রোল বোমা হামলার মামলায় খালাস লক্ষ্মীপুর জামায়াতের আমিরসহ ৩৭ জন। প্রবা ফটো

পেট্রোল বোমা হামলার মামলায় খালাস লক্ষ্মীপুর জামায়াতের আমিরসহ ৩৭ জন। প্রবা ফটো

পুলিশের দায়ের করা পেট্রোল বোমা হামলার মামলা থেকে লক্ষ্মীপুর জামায়াতের আমির এস ইউ এম  রুহুল আমিন ভূঁইয়াসহ ৩৭ জনকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা জজ আদালত-১-এর বিচারক ফারজানা আক্তার এ রায় দেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি পক্ষের আইনজীবী মহসিন কবির মুরাদ জানান, ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি নতুন মহিলা কলেজের সামনে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তখন এক ব্যক্তি মারা যাওয়ার অভিযোগে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিঠন মহাজন ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে জেলা জামায়াতের আমির রুহুল আমিনসহ ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। পরবর্তীতে পুলিশ ৩৭ জনের বিরুদ্ধে আলাদা দুইটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। এতে আদালত তাদেরকে খালাসের রায় দেন।

আইনজীবী মুরাদ বলেন, ‘মামলার আসামিরা জামায়াত-শিবিরের নেতাকর্মী। তারা প্রত্যেকে শুনানিতে উপস্থিত ছিলেন। কিন্তু সাক্ষীরা কেউই সাক্ষ্য দিতে আসেননি। এতে আদালত সাক্ষীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পরে তাদেরকে পুলিশ ধরে আনলে সাক্ষী দিয়েছে যে অভিযুক্তদের কাউকেই তারা চেনেন না, মামলার ঘটনার সম্পর্কেও তাদের কোনোকিছু জানা নেই। এর পর আমাদের আবেদনের ভিত্তিতে আদালত তাদের সাক্ষী নিয়েছেন। বাদীসহ ১১ জন সাক্ষী সবাই বলেছে, ঘটনাটি তারা দেখেননি, ঘটনা সম্পর্কে তারা কিছুই জানেন না।’

জেলা জামায়াতের আমির এস ইউ এম  রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘আমাদেরকে ১০ বছর মামলার গ্লানি  টানতে হয়েছে। অনেককে দীর্ঘ সময় জেল খাটতে হয়েছে। কারাগারে থেকে কষ্ট পেতে হয়েছে। বিগত সরকারের সময় আইন-আদালত তাদের অনুকূলে ও আজ্ঞাবহ ছিল। আজ আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।’

২০১৫ সালের ১ ফেব্রুয়ারি রাতে লক্ষ্মীপুর মহিলা কলেজের সামনে সিএনজি চালিত অটোরিকশায় পেট্রল বোমা হামলায় মো. লিটন নামে এক যুবক মারা যান। নিহত লিটন নাটোর জেলার রসুলঘর গ্রামের বাসিন্দা আবদুর জব্বারের ছেলে। ত তিনি লক্ষ্মীপুরের দক্ষিণ মজুপুর গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। এ ঘটনায় আব্দুল করিম ও মো. আশিক নামে আরও দুইজন দগ্ধ হয়। তারা দক্ষিণ মজুপুর গ্রামের বাসিন্দা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা