নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৪৭ পিএম
গ্রেপ্তারকৃতরা হলেন- সুইটি, জুথি ও আল আমিন। প্রবা ফটো
বরিশালের দপ্তরখানা এলাকার একটি ভবন থেকে মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। এ সময় পাচারের উদ্দেশে অপহরণের শিকার এক কিশোরীকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুইটি, জুথি ও আল আমিন। এ সময় সাদিয়া আক্তার তানহা নামে এক কিশোরীকে উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা বলেন, ‘পাচার চক্রের সদস্য সুইটি, জুথি ও আল আমিনকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেপ্তার করা হয়। কাউনিয়া থানায় মানব পাচার আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না- তা তদন্ত করে দেখা হচ্ছে। চক্রটির মূলহোতাসহ বাকি সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
তিনি জানান, গত ১ জানুয়ারি দুপুরে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার শায়েস্তাবাদ খেয়াঘাট থেকে কিশোরী সাদিয়া আক্তার তানহাকে অপহরণ করে এ পাচারকারীরা। পরে তাকে বরিশাল নগরীর দপ্তরখানা এলাকার একটি ভবনে আটকে রাখে। পতিতাবৃত্তির জন্য তানহাকে দুবাইয়ে পাচারের পরিকল্পনা ছিল আসামিদের। সেই উদ্দেশে তানহার নকল জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করতে দুই দফায় ঢাকায় নিয়ে যায় চক্রটি। পরবর্তীতে আবারও দপ্তরখানা এলাকার ওই বাসায় বন্দি করে রাখা হয়। এ ঘটনায় ৯ জানুয়ারি মেয়ে নিখোঁজের ঘটনায় কাউনিয়া থানায় জিডি করেন তানহার পরিবার।