× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরগঞ্জে বাড়ি ঢোকার রাস্তায় ইটের দেয়াল তোলার অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৪৪ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৭ পিএম

বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করে ইটের দেয়াল তোলার অভিযোগ

বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করে ইটের দেয়াল তোলার অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহবধূর বাড়িতে ঢোকার রাস্তা বন্ধ করে ইটের দেয়াল তোলার অভিযোগ ওঠেছে তার স্বামীর দুই সহোদর ও ভাতিজার বিরুদ্ধে। ইটের দেয়াল তৈরির ফলে গত চারদিন ধরে মেয়েদেরকে নিয়ে ঘরে ঢুকতে পারছেন না ভুক্তভোগী ওই নারী। এ অবস্থায় তিনি থানায় তিনজনের নামে লিখিত অভিযোগ দিয়েছেন। 

ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী মোছা. রোকেয়া ইসলাম। স্বামীর রেখে যাওয়া ৩ শতক জমির ওপর মেয়েদেরকে নিয়ে বসবাস করছিলেন তিনি। গত ১৮ ডিসেম্বর ঢাকায় ছোট মেয়ের বাসায় বেড়াতে যান রোকেয়া। সেখান থেকে গত (১২ জানুয়ারি) ফিরে এসে দেখেন বসতঘরে ঢোকার মাঝ রাস্তায় বিশাল ইটের দেয়াল তুলে দিয়েছেন তারই আপন দেবর মো. শামীম মিয়া (৫৫), সেলিম মিয়া (৫৭) ও ভাতিজা কমল (৪২)। 

রোকেয়া ইসলাম অভিযোগ করেন, স্বামী মারা যাওয়ার পর থেকেই দেবর ও ভাতিজারা তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে। পাশাপাশি তাদেরকে উচ্ছেদ করারও চেষ্টা করেছে। মানসম্মানের ভয়ে সব অত্যাচার মুখ বুজে সহ্য করলেও এখন ঘরে ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছেন তারা। 

এ প্রসঙ্গে জানতে মো. শামীম মিয়ার নম্বরে একাধিকবার কল দেওয়া হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এরপর কথা হয় ভাতিজা কমলের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গায় দেয়াল তুলেছি। ঘরটির বিষয়ে ২০২২ সালে আমাদের সঙ্গে রোকেয়া আপস করে নিয়েছেন। তবে পরে তারা জায়গা ছাড়তে তালবাহানা করেন, যার কারণে আমরা বাধ্য হয়ে দেয়াল তুলেছি।’

রোকেয়া ইসলামের বড় মেয়ে তৃণা ইসলাম জানান, চাচারা তাদের জোর করে জায়গা থেকে উচ্ছেদ করার চেষ্টা করছেন এবং নানা ধরনের হুমকি দিচ্ছেন। এসব নিয়ে প্রশাসনের কাছে বিচার চেয়েছেন তারা।

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আর যেহেতু বিষয়টি জমি সংক্রান্ত, উভয়পক্ষের সঙ্গে না বসে এটি সমাধান করা যাবে না। দ্রুত উভয়পক্ষকে ডেকে এনে সমস্যাটি সমাধানের চেষ্টা করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা