× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রহমাতপুর আলিম মাদ্রাসার প্রথম অ্যালামনাই কমিটি ঘোষণা

বেতাগী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৪১ পিএম

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৪৪ পিএম

রহমাতপুর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মাও. নুরুল ইসলাম আমীন, সভাপতি এ্যাড. খন্দকার এম মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক মাও. আল মামুন। (বাঁ দিক থেকে)

রহমাতপুর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মাও. নুরুল ইসলাম আমীন, সভাপতি এ্যাড. খন্দকার এম মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক মাও. আল মামুন। (বাঁ দিক থেকে)

দীর্ঘ ৬৪ বছর পর অনুষ্ঠিত হলো বরগুনা জেলার বেতাগীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহমাতপুর আলিম মাদ্রাসার প্রথম পুনর্মিলনী। অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে রহমাতপুর অ্যালামনাই কমিটি।

রহমাতপুর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং রহমাতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ প্রধান পৃষ্ঠপোষক মাও. নুরুল ইসলাম আমীন এই কমিটি ঘোষণা করেন।

গঠিত কমিটিতে প্রতিষ্ঠানের সাবেক কৃতি শিক্ষার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার এম মনিরুজ্জামানকে সভাপতি ও শিক্ষক মাও. মু. আল মামুনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

এছাড়া আব্দুস শাকুরকে সিনিয়র সহ-সভাপতি এবং বাহাউদ্দীন খান, আবু ছালেহ, নিজাম উদ্দীন খান, রিয়াদুল ইসলাম ও আব্দুল কুদ্দুসকে সহ-সভাপতি মনোনীত করা হয়।

কমিটিতে আব্দুল কাদির রেদওয়ান, ওয়ালি উল্লাহ, আব্দুর রহমান বিন আমীন, তাওহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, শাহাদাত হোসাইন, মাহমুদুল হাসান মিরাজ, ইউনুস কবিরকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। 

এছাড়াও আরিফুর রহমান (অর্থ), শাহ জালাল (তথ্য), আব্দুস সালাম (সাংগঠনিক সম্পাদক), মেহেদী হাসান সৈকত (দপ্তর), আল ইমরান (সাহিত্য), আব্দুস সালাম (শিক্ষা), শফিকুল ইসলাম (প্রবাসী কল্যাণ), কামাল হোসেন (সমাজ সেবা), আবুল বাশার (ছাত্র), আবু রায়হান (প্রচার) এবং আব্দুল কাইয়ুমকে (আইন) সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- মু. শামছুল আরেফিন, হাসান কবীর, মহিউদ্দিন, দেলোয়ার হোসেন, মো. মিরাজ, মো. সোহেল, শহিদুল ইসলাম সোহাগ, এ্যাড. রুহুল আমীন, এ্যাড. বাহাউদ্দীন খলিফা, সোলায়মান বিন আমীন, আব্দুল করিম, ছাব্বির হোসেন ঘরামী, মাছুম বিল্লাহ মিরাজ, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, শাহাদাত হোসাইন, সিফাতুল্লাহ সালমান, আবু ত্বহা, আরিফ বিল্লাহ, জাওয়াদুল করিম মারুফ, নাছির উদ্দীন, আজমল হক, জাকির হোসেন, সোহেল তালুকদার, মাহবুবুর রহমান, আবুল বাশার মুঈন, ইবরাহীম মোল্লা, আফজাল গাজী, আশরাফুল ইসলাম, মো. শাওন মিয়া, মাহতাব হোসেন, আল ইমরান, সোলায়মান সালেহী, কবির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, রহমাতুল্লাহ, ছিদ্দিকুর রহমান সেলিম, আব্দুর রহিম গাজী, আমীর খান, আনোয়ার হোসাইন, বায়েজিদ হোসেন বাপ্পা, খাইরুল ইসলাম অণু, আশিকুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, আবু মুসা, আবু বকর ছিদ্দিক, নুরুজ্জামান মামুন, শোয়াইবুর রহমান, আবু ছালেহ রায়হান, খালেদ সাইফুল্লাহ, নিয়াজ মাহমুদ এবং শামিম আহমেদ রিফাত।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ বলেন, এই প্রতিষ্ঠানটি তোমাদের পরিবারের মতো। এখানে তোমরা আসা-যাওয়া করবে। এই প্রতিষ্ঠানটি আল্লাহর রহমতেই টিকে আছে। তাহাজ্জুদ, আওয়াবিন, যিকির, তাসবীহ তাহলিলের ওপর টিকে আছে, টিকে থাকবে। তোমরা জীবনে আল্লাহ তায়ালার রহমত কামনা করে জীবনযাপন করবে। যে যে দলেরই হওনা কেন, এ প্রতিষ্ঠান নির্দলীয় হিসেবে তোমাদের সবার।

তিনি বলেন, এ প্রতিষ্ঠানের নীতি আদর্শের কোনো ক্ষতি হয় এমন কোনও কর্মকাণ্ড তোমরা করবে না, করতে দিবে না। তোমরা রহমাতপুরের দিকে লক্ষ্য রাখবা। এ প্রতিষ্ঠান তোমাদের ছিল, তোমাদের থাকবে। প্রতি বছর এমন সম্মেলন হোক, তোমরা আসবে। 

এ সময় বার্ষিক মাহফিলে সবাইকে অংশগ্রহণ করার অনুরোধও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা