প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৬:১৭ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ২১:০৬ পিএম
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তন। প্রবা ফটো
দলীয় ও ধর্মীয় পরিচয়ের কারনে উত্তীর্ণ হওয়ার পরেও চাকরি না দেওয়ার অভিযোগ তোলা হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সাবেক ভিসি গৌতম বুদ্ধ দাসের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী খোদেজা আক্তার।
তিনি বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিই। স্বামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থক হওয়া, ধর্মীয় ইস্যু এবং চট্টগ্রাম বিভাগের স্থানীয় হবার জেরে রিটেন ভাইবা পাশ করেও গৌতম বুদ্ধ দাস নিয়োগ থেকে বঞ্চিত করেন। নিয়োগে হস্তক্ষেপ করে বিজ্ঞপ্তিনুযায়ী ৩০ বছর হলেও চুড়ান্ত ফলাফলে ৩৯ বয়সের অন্য আরেকজনের চাকুরীপ্রাপ্তি আর নিজের নাম না দেখতে পেরে হতাশ হয়ে পরি।
তিনি আরও বলেন, উপাচার্য থাকাকালীন গৌতম বুদ্ধ দাস নিয়োগে স্বজনপ্রীতি,নিয়মনীতির তোয়াক্কা না করে পদোন্নতি, আমার স্বামীকে একই বিশ্ববিদ্যালয়ে পদাবনতি সহ নানা ধরনের হয়রানি করান। আমি এর সুষ্ঠু বিচার চাই।
সংবাদ সম্মেলনে খোদেজা আক্তারের স্বামী জুয়েল মোহাম্মদ বিল্লাহ বলেন, রাজনৈতিক মতাদর্শের কারনে আমাকে ২০১৩ থেকে সাময়িক বরখাস্ত করা,অফিস সহকারী পদ থেকে পদাবনতি দেওয়া,মিথ্যা অজুহাতে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা,হত্যার হুমকি দেওয়া,মুচলেকা আদায়সহ নানা ধরনের সামাজিক ও অর্থনৈতিক হেনস্তার মুখোমুখি করান সাবেক ভিসি গৌতম বুদ্ধ দাস। আমরা এর সঠিক তদন্ত ও ন্যায়বিচার আশা করছি।