বগুড়া অফিস
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩ পিএম
প্রতীকী ছবি
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে শহরের তিনমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত হয়নি।
রেলওয়ে বগুড়া ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় জনগণের বরাতে তিনি বলেন, ‘গাইবান্ধা জেলার বোনারপাড়া থেকে বগুড়ার সান্তাহারগামী ট্রেনটি বগুড়া স্টেশনে যাত্রাবিরতি শেষে সকাল ৭টা ৫০ মিনিটে সান্তাহারের উদ্দেশে রওনা হয়। প্রায় ৩ কিলোমিটার যাওয়ার পর তিনমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এটি অসাবধানতাবশত দুর্ঘটনা না কি তিনি আত্মহত্যা- তা স্পষ্ট নয়। কারণ সেখানে প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। পরিচয় পেলে হয়ত এটি জানা যেতে পারে। এজন্য নিহত ব্যক্তির পরিচয় জানার জন্য চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘বৃদ্ধের বয়স আনুমানিক ৭০ থেকে ৭৫ বছরের মধ্যে। তার মুখে সাদা দাড়ি, পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জির ওপর একটি জ্যাকেট ছিল।’
এসআই শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।