বরিশাল প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫ ১৩:৩০ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৩৮ পিএম
নিহত শিশু সাফওয়ান। ছবি : সংগৃহীত
বরিশালের গৌরনদীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবা থেকে শিশু সাফওয়ানের (৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরে রাস্তার পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিশু সাফওয়ান উপজেলার মধ্য হোসনাবাদ গ্রামের ইমরান শিকদারের ছেলে।
গৌরনদী সরিকল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আজাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ঢাকা থেকে দাদা বাড়িতে বেড়াতে এসে বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাফওয়ান। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন তার দাদা বারেক শিকদার। পরে আজ ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে ডোবায় শিশু সাফওয়ানের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় মামলার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এসআই।