কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ২২:২৯ পিএম
ফাইল ছবি
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় চার বছরের শিশু নাবিলা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি মেহরাজ হোসেন তুষারকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা নারী ও শিশু ট্রাইব্যুনাল-১-এর বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন।
বাদীপক্ষের আইনজীবী মো. শরীফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেহরাজ হোসেন তুষারের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৭ ডিসেম্বর চকলেটের লোভ দেখিয়ে শিশু নাবিলাকে ধর্ষণ করা হয়। শেষে হত্যা করে পাশের একটি নির্মাণাধীন বাড়ির কার্নিশে সিমেন্টের ব্যাগে নাবিলার লাশ মুড়িয়ে রাখে তুষার। দীর্ঘ সময় নাবিলাকে পরিবারের লোকজন না দেখে খোঁজাখুঁজি করেনে, না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়। পরদিন সকালে নাবিলার মরদেহের সন্ধান পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের দাদা আবদুল আজীজ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার ১৪দিন পর পুলিশ তুষারকে গ্রেপ্তার করলে তিনি আদালতে স্বীকারোক্তি দেন।
নিহত নাবিলার মা হালিমা আক্তার বলেন, ‘গত সাত বছর যাবত মেয়ে হত্যার বিচারের জন্য আমি আদালতের বারান্দায় ঘুরেছি। অবশেষে মেয়ের হত্যাকারীর ফাঁসির আদেশ হয়েছে। এতে আমি সন্তুষ্ট। বিজ্ঞ আদালত যেন দ্রুত ফাঁসির রায় কার্যকর করেন।’