× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ জেলায় ছয় লাশ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ২১:৩৯ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ২১:৪০ পিএম

পাঁচ জেলায় ছয় লাশ উদ্ধার

রংপুরের কাউনিয়ায় ভাতিজার লাঠির আঘাতে আমজাদ হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ জানুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে বিরোধপূর্ণ জমি থেকে মাটি উত্তোলনে বাধা দেওয়ায় আমজাদ হোসেনকে পেটানো হয়। তিনি ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে। অভিযুক্ত ভাতিজা শহিদুল ইসলামও একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, জমিজমা নিয়ে আমজাদ হোসেনের সঙ্গে শহিদুল ইসলামের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে ওই জমি থেকে মাটি উত্তোলনের চেষ্টা করে শহিদুল। বাধা দিলে শহিদুল ও তার লোকজন আমজাদ হোসেনকে লাঠিপেটা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ছাড়া দেশের চার জেলা থেকে পুলিশের আরও পাঁচ লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। আমাদের প্রতিবেদকদের পাঠানো খবর- 

ভৈরব (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ কার্যালয় থেকে এক হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভৈরব বাজারের হলুদপট্টির পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবক লীগ অফিস থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম শফিক কুলিয়ারচর থানার ছয়সূতি ইউনিয়নের মাটিকাটা গ্রামের শামসু মিয়ার ছেলে।

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা স্বেচ্ছাসেবক লীগের অফিসে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে পরিবার বলছে, দীর্ঘদিন তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে বাধা দেওয়ায় প্রেমিকার চাচাত ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত ১টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নুর নবী ফরিদ আলমের ছেলে। ওই সময় আরও কয়েকজন আহত হন। অভিযুক্ত সাগর ইউনিয়নের সিপাহীপাড়ার ফরিদ মিয়ার ছেলে। এ ছাড়া বুধবার সকালে টেকনাফের বাহারছড়ার শামলাপুর বাজার এলাকায় মোহাম্মদ রাশেদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাশেদ শামলাপুর পশ্চিমপাড়া এলাকার মৃত রশিদ আহমেদের ছেলে। 

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান, বুধবার রাতে সাগর প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা ধরে মেয়ের চাচা ফরিদুর আলমকে জানায়। তিনি ছেলের বাবা ও স্বজনদের খবর দেওয়ার পর ‘ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে’ সাগরকে ছেড়ে দেন। এ ঘটনা লোকমুখে জানাজানি ও সম্মানহানির ক্রোধে ফরিদ মিয়া ও তার ছেলে সাগরের নেতৃত্বে ২০-৩০ জন অস্ত্রধারী ফরিদুল আলমের বাড়িতে হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে এলে নুর নবী, সাইফুল, ফরিদ, ইবরাহীম, তারেকসহ কয়েকজনকে আহত করা হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক নুর নবীকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, তার শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের মা-ভাইকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে।

মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত লায়লা আরজু ওই গ্রামের মোহাম্মদ সেকেন্দার আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির গৃহকর্মী সাইদা বেগম ও তার স্বামী হালিমকে আটক করেছে পুলিশ।

ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সকাল পৌনে ৮টার দিকে এক বা একাধিক দুর্বৃত্ত সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালের দিকে স্বামী সেকেন্দার আলী স্থানীয় বানিয়াজুরী বাজারে যান। ঘণ্টাখানেক পর বাড়ি ফিরে দেখেন মেঝেতে তার স্ত্রীর গলাকাটা লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জরিনা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি নতুনপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামী মো. হাসানের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহতের ভাই। 

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত জরিনা বেগমের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। এ বিষয়ে থানায় হত্যা মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা