চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ২০:৪০ পিএম
সম্প্রতি চীনে হিউম্যান মেটানিউমো (এইচএমপিভি) ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সর্তকতা গ্রহণ করা হয়েছে। হিউম্যান মেটানিউমো ভাইরাস প্রতিরোধে যাত্রীদের ৭ ধরনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম শাহ আমানত আন্তৰ্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনসহ উপ মহাদেশের বিভিন্ন দেশে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব এবং ভাইরাসের তীব্রতা উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ১৪ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এই রোগের সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। এই অবস্থায় দেশে এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা আবশ্যক। যার জন্য সকল স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং বিমানবন্দরে স্বাস্থ্যবিধি জোরদার করা প্রয়োজন। এই প্রেক্ষিতে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নে বর্ণিত নির্দেশনা অনুসরণ করা এবং বিমানবন্দরে আগত যাত্রী স্টেকহোল্ডারদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞপ্তিতে সাতটি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়। নির্দেশনাগুলো হল- শীতকালীন শ্বাসতন্ত্রের রোগ সমূহ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার, হাঁচি/কাশি সময়/বাহু/টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখা, ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনা যুক্ত ময়লা ফেলার বুড়িতে ফেলুন এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধোয়া, আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দুরত্ব বজায় রাখা, ঘনঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ না ধরা এবং জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে অথবা প্রয়োজনবোধে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।