× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে আসছেন কা’বা শরীফের সাবেক ইমাম

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ২০:১২ পিএম

বাংলাদেশে আসছেন কা’বা শরীফের সাবেক ইমাম

প্রথমবার বাংলাদেশে আসছেন মক্কার পবিত্র কা’বা শরীফের ইমাম (সাবেক) শায়েখ ড. হাসান বোখারী। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে যোগ দিবেন। এতে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণের প্রত্যাশায় প্রস্তুত করা হয়েছে মাঠ, পড়াবেন জুমার নামাজ। 

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে মাদ্রাসার মোহতামীম মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর এসব তথ্য নিশ্চিত করেছেন। 

মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর বলেন, ১৯৭৩ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভের পর থেকে এলাকায় দ্বীনি শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে। গত ১০ বছর ধরে বিশ্বের ও দেশবরেণ্য আলেম-ওলামাদের অংশগ্রহণে নিয়মিত ইসলামি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ও শুক্রবার (১৬ ও ১৭ জানুয়ারি) ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের শেষদিনে জুমার নামাজে ইমামতি করবেন অতিথি কা’বা শরীফের সাবেক ইমাম শায়েখ ড. হাসান বোখারী। এই প্রথম দেশে কা’বা শরীফের ইমাম বাংলাদেশে আসছেন। এটি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চট্টগ্রামের মিরসরাই এলাকার জন্য সর্ববৃহৎ মহাসম্মেলন হবে।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানের নায়েবে মোহতামীম মুফতি আহমাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে মহাসম্মেলনে মক্কার হারাম শরীফের প্রধান মুফতি শায়েখ মুহাম্মদ বিন মাতার আস-সেহলী, ভারতের দারুল উলুম দেওবন্দের হাদিস ও ফিকহ বিভাগের শিক্ষা সচিব শায়েখ আফজাল কাইমুরী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি শামীম মজুমদার, মাওলানা আশেকে এলাহী, সাদ সাইফুল্লাহ মাদানী, আব্দুল্লাহ আল সালেহী, মেরাজুল হক বয়ান করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের জেলা ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা আলা উদ্দিন সাবেরী, সিন্দুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ পেয়ার, রবিউল হাসান, আব্দুর রশিদ জুয়েল, মোহাম্মদ আলী, মাওলানা মাঈন উদ্দিন চৌধুরী, মুফতি মোহাম্মদ হাসান, মাওলানা সাঈদ আহমেদ, বশির আহমেদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা