× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে আধিপত্যের জেরে সংঘর্ষ, আহত ৬

শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:৫০ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:৫৩ পিএম

শ্রীপুরে আধিপত্যের জেরে সংঘর্ষ, আহত ৬

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার খোর্দ্দরহুয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খোর্দ্দরহুয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোকলেম জোয়ার্দার ও বক্কার মোল্যার মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গত মঙ্গলবার বিকালে উপজেলার খোর্দ্দরহুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোকলেম জোয়ার্দার গ্রুপের মোফাজ্জেল জোয়ার্দারের সঙ্গে বক্কার মোল্যার সমর্থক নাজমুল হোসেনের বাগবিতণ্ডা হয়। এ সময় মোফাজ্জেলকে মারধর করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল আটকে রাখেন নাজমুল। পরে মোকলেম জোয়ার্দার তার সমর্থকদের নিয়ে মোটরসাইকেল আনতে গেলে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মোকলেম জোয়ার্দার, মোজাফ্ফর, নাজমুল, হাসানসহ উভয় গ্রুপের ছয়জন আহত হয়। 

আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

শ্রীপুর থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, সংঘর্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা