× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজশিক্ষক হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:৪৩ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:৫৫ পিএম

কলেজশিক্ষক হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

নেত্রকোণায় আবু আব্বাছ ডিগ্রি কলেজের কৃষিবিজ্ঞান বিভাগের সাবেক সহকারী অধ্যাপক দিলীপ কুমার রায়ের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে কলেজের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকরা অংশ নেন।

কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেনÑ কলেজের অধ্যক্ষ আব্দুল রশিদ, শিক্ষক পরিষদের সহসাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম ফারুক, প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নূরে আলম ফকির, দর্শন বিভাগের প্রভাষক মাজেদুল আলম, শিক্ষার্থী জিসান প্রমুখ।

বক্তারা বলেন, দিলীপ কুমার রায়ের মতো নিরাপদ, নির্ঝঞ্জাল মানুষকে হত্যাকাণ্ডের শিকার হতে হবে, তা কল্পনার বাইরে। এই মানুষটির অস্বাভাবিক মৃত্যু আমাদের হতবাক করেছে। কে বা কারা নিজ বাড়িতে এই মানুষটিকে নির্মমভাবে হত্যা করেছে, তার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই। 

গত ১০ জানুয়ারি সকালে জেলা শহরের বড়বাজার এলাকার নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক দিলীপ কুমার রায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী বিভা রাণী বাদী হয়ে গত ১২ জানুয়ারি অজ্ঞাতনামা আসামি করে নেত্রকোণা মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় গত ১৩ জানুয়ারি জেলা শহরের গরুহাট্টা এলাকার বাসিন্দা রুক্কু চৌহান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা