× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেচ প্রকল্প জবর দখলের অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:২৬ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:৫৬ পিএম

সেচ প্রকল্প জবর দখলের অভিযোগ

ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সেচ প্রকল্প জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যকালমা এলাকায় এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সেচ প্রকল্পের ম্যানেজার মো. সজিব। তিনি মধ্যকালমা এলাকার মোশারেফ হোসেন সাজির ছেলে। 

অভিযোগকারী মো. সজিব বলেন, ২০১৯ সাল থেকে আমি বিএডিসির সেচ প্রকল্পের মাধ্যমে স্থানীয় চাষিদের জমিতে ন্যায্যমূল্যে সেচের পানি দিয়ে আসছি। ১০-১১ দিন আগে হঠাৎ করেই স্থানীয় মো. শহিদুল ইসলামের নেতৃত্বে মো. ভুট্টু মাতব্বর, মো. বাবুল সাজি, মো. মজু মাতব্বর এবং মো. জুবায়েরসহ ১০-১২ জন মিলে জোরপূর্বক আমার সেচ প্রকল্পের পাম্পের ঘরে তালা মেরে দেন। যার কারণে আমি ঘরটি না খুলতে পেরে সেচ দিতে পারছি না। তালা মেরে জোরপূর্বক দখলের পর তারা এলাকাবাসীদের কাছে বলে বেড়াচ্ছেন এই সেচ প্রকল্প এখন থেকে তারাই পরিচালনা করবেন। 

তিনি আরও বলেন, ঘটনাটি আমি স্থানীয় অনেককেই জানিয়েছি। স্থানীয়ভাবে কোনো ফয়সালা না পেয়ে ন্যায়বিচার পেতে গত মঙ্গলবার রাতে লালমোহন থানায় একটি লিখিত অভিযোগ করেছি। দ্রুত যদি আমার সেচ প্রকল্পটি চালুর ব্যবস্থা করা না হয়, তাহলে ২০০ কৃষকের অন্তত ৫০ একর জমির ধান রোপণে ব্যাঘাত ঘটবে। 

সেচ প্রকল্প দখলের ব্যাপারে মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমি এ ঘটনায় জড়িত নই, তবে স্থানীয় অন্য লোকজন জড়িত। তারাই জোরপূর্বক সজিবের ওই সেচ প্রকল্পটি দখল করেছে বলে শুনেছি।’

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। খুব শিগগিরই তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা