× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুয়া আসামি দেখিয়ে জামিন

চারজনের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:২৪ পিএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:৫৭ পিএম

চারজনের বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

লক্ষ্মীপুরে একটি মারামারি মামলায় আদালতে ভুয়া ব্যক্তিদের দাঁড় করিয়ে প্রবাসে থাকা আসামিদের জামিন নেওয়ার ঘটনায় জড়িত আইনজীবীর সহকারীসহ চারজনের নামে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জুডিসিয়াল ১ নম্বর আদালতের (রামগঞ্জ) বিচারক মোহাম্মদ ইসমাইল এ নির্দেশ দেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, আইনজীবীর সহকারী ও জামিনের মামলার তদবিরকারকসহ চারজনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার জুডিসিয়াল ১ নম্বর আদালতের ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল বাদী হয়ে সদর আদালতে মামলা করবেন। অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগেও মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটক বা গ্রেপ্তারে কোনো আদেশ দেননি আদালত। ঘটনায় জড়িত আইনজীবী আদালতে মুচলেকা দিয়ে ক্ষমা চাওয়ায় তাকে ক্ষমা করেছেন আদালত।

অভিযুক্তরা হলেন আইনজীবীর সহকারী আবুল কাসেম, জামিনের তদবিরকারক আনোয়ার হোসেন, জামিনপ্রাপ্ত ভুয়া আসামি সাইফুল ওরফে গালকাটা সাইফুল ও ফরহাদ।

আদালত ও সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সোন্দড়া গ্রামের আবদুল খালেকদের সঙ্গে কয়েক বছর ধরে তাজুল ইসলাম খোকাদের জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ২০২৩ সালে আদালতে মামলা হয়। ২০২৪ সালের ১৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনিরুজ্জামান আদালতে ৪ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তারা হলেনÑ তাজুল ইসলাম খোকা, সজীব, আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম শুভ। ঘটনার পর সজীব সৌদি আরব ও সাইফুল কাতার চলে যান। গত ৬ নভেম্বর মামলার ২ ও ৪ নম্বর আসামির স্থলে ভিন্ন ব্যক্তিকে আদালতে হাজির করে জামিন নেওয়া হয়। তবে আদালতে উপস্থিত করা ভুয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা