লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:২১ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:৪৬ পিএম
আগুনে ১৯টি দোকান পুড়ে গেছে। প্রবা ফটো
চট্টগ্রামের লোহাগাড়ায় দক্ষিণ সুখছড়ি দরবার শরীফ বাজারে আগুনের ঘটনায় ১৯টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির জানান, আনোয়ার হোসেনের কম্পিউটার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে তারা দেরিতে পৌঁছায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। এনিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তবে লোহাগাড়া ফায়ার সার্ভিস ইনচার্জ রুবেল আলম এ অভিযোগ অস্বীকার করেন।
তিনি বলেন, ‘৯৯৯ থেকে ফোন পেয়ে আমার দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু স্থানীয় কিছু লোক আমাদের ওপর চড়াও হওয়ায় আগুন নেভানোর কাজে ব্যাঘাত ঘটে।’
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।