বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৫:৪৮ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫ ১৫:৫৭ পিএম
বান্দরবানের লামার সরই ইউনিয়ন এলাকা। প্রবা ফটো
বান্দরবানের লামার সরই ইউনিয়ন থেকে সাত শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে সরই ইউনিয়নের লুলাইং বাজার বমু খাল এলাকায় এ ঘটনা ঘটে।
ক্যজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আতিকুর রহমান প্রতিদিনের
বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অপহৃতরা হলেন, খামার মালিক মো. আমিন (৩৫), খামার মালিকের ছেলে মো.সাকিব
(১৪), শ্রমিক আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো জাবেদ (২৬), আসাদ (১৮), মো.
আবু হানিফ (২১) । তারা সকলে বান্দরবানের পার্শ্ববর্তী লোহাগাড়া, চকরিয়া, মানিকপুরসহ
কয়েকটি এলাকা থেকে আসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বমু খালের তীরবর্তী এলাকায় সবজিসহ ক্ষেতখামারে
কাজ করতে বিভিন্ন এলাকা থেকে আসেন শ্রমিকরা।
গতকাল রাত সাড়ে ১১ টার দিকে সেখান থেকে একদল সশস্ত্র সন্ত্রাসীর অস্ত্রের মুখে জিম্মি
করে নিয়ে যায় ৭ শ্রমিককে। অপহৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ফোন করে ১ লাখ ৯০ হাজার
টাকা করে মুক্তিপণ চাচ্ছে অপহরণকারীরা।
সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি বলেন, ‘ক্ষেতখামারে
কাজ করতে আসা ৭ শ্রমিককে অপহরণ করে টাকা দাবি করছে বলে শুনেছি। এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কের
বাইরে হওয়ায় বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’
লামা ক্যাজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.আতিকুর রহমান
বলেন, ‘অপহৃতদের উদ্ধারে
যৌথ বাহীনির অভিযান চলছে। বিস্তারিত পরে জানা যাবে।’